হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেহরিক-ই-বেদারী-ই-উম্মাতে মুস্তাফার প্রধান আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভী, এবং জামিয়া উরওয়াতুল-উসকার ছাত্ররা কুচকাওয়াজ, স্কাউট স্যালুট এবং পতাকা উত্তোলন করেন।
এর আগে আল্লামা জাওয়াদ নাকভীর নির্দেশে, তেহরিক-ই-বেদারি উম্মাতে মুস্তাফা ২০ থেকে ২৭ মার্চ পর্যন্ত সারা দেশে 'হাফতায়ে পাকিস্তান' উদযাপন করা হয়েছিল।
হাফতায়ে পাকিস্তান উপলক্ষে দেশব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান সম্মেলন আজ দুপুর ২টায় জামিয়া উরওয়াতুল-উসকা লাহোরে অনুষ্ঠিত হয়, যাতে সমস্ত চিন্তাধারার বিশিষ্ট আলেম, মহান নেতা, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক এবং অন্যান্য প্রবীণরা অংশগ্রহণ করেন।
আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভী বলেন, পাকিস্তান দিবস জাতীয় প্রতিষ্ঠানের বিজয়, গঠন ও শক্তিশালীকরণের দিন।
আল্লামা জাওয়াদ নাকভী বলেন, ৩০ মার্চ শুধু কুচকাওয়াজ, পতাকা ও আচার-অনুষ্ঠানের দিন নয়, ২৩শে মার্চ স্বাধীন দেশগুলোর কাছ থেকে শিষ্টাচার শেখার দিন।
তিনি বলেন, দাসপ্রথা জাতির জন্য নিকৃষ্টতম অপবিত্রতা, আমাদের অজ্ঞতা হল আমরা দাসপ্রথাকে গ্রহণ করেছি।